কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, সুনামগঞ্জ -১ আসনে অনেক সিনিয়র প্রার্থী আছেন। অনেক যোগ্য প্রার্থী আছেন। আমি সর্বকনিষ্ঠ একজন প্রার্থী হিসেবে পার্টির কাছে মনোনয়ন চাইব। যদি পার্টি আমাকে মনোনয়ন দেয়, তাহলে সকলকে সাথে নিয়ে ইলেকশন করব ইনশাআল্লাহ। আর যদি পার্টি আমাকে মনোনয়ন না দেয়, যাকে যোগ্য মনে করবে, তাকেই দিবে। আমি সকলকে সাথে নিয়ে একসাথে ধানের শীষের পক্ষে নির্বাচন করব।
বুধবার ( ১১ জুন) দুপুরে ধর্মপাশা উপজেলা যুবদল,ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক সওকত আলী বেপারী, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর বিকেল তিনটায় মধ্যনগর উপজেলায় ঈদ শুভেচ্ছা বিনিময়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, উপজেলা ছাত্রদের আহবায়ক মিজানুর রহমান মিনু সহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ঈদ শুভেচ্ছা বিনিময়ে বক্তব্যে কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বলেন, আমি আজকে ঈদ পরবর্তী সময়ে আপনাদের সাথে সাক্ষাৎ করতে এসেছি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। বিগত ১৭ বছর এর মধ্যে ১৫ টি বছর পার্টির দুর্দিনে সকল নেতাকর্মীদের পাশে আমি ছিলাম।
আমি আমার সামর্থ্য অনুযায়ী সকল নেতাকর্মীদের খোঁজখবর রেখেছি। আমি ঢাকা থেকে প্রত্যেকের খবর রেখেছি।আজকে ১৭ বছর পরে, এই সরকারের পতনের পর প্রত্যেকের সাথে কোশল বিনিময় করব ইনশাআল্লাহ। আজকে ধর্মপাশা এবং মধ্যনগর উপজেলায় আমি আসতে পেরেছি।
আমরা এখনও স্বাধীন হইনাই।পাঁচ তারিখের পর আমরা একটা সরকারের পতন ঘটিয়েছি। এখন নতুন আরেকটা সুর লক্ষ্য করছি, ইলেকশন কবে দিবে এই সরকার। টালবাহানা শুরু করেছে এই সরকার। এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়।আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন এই সরকার, বিনা ভোটের সরকার দীর্ঘদিন যেন ক্ষমতায় থাকতে না পারে।
আমরা চাই সংস্কার করুক,কিন্তু নির্বাচনের রোড ম্যাপ দিয়ে সংস্কার করতে হবে। সকল সমস্যার সমাধান করুক এই সরকার। কিন্তু নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। রোড ম্যাপ অনুযায়ী আমরা ইলেকশন চাই।যদি রোড ম্যাপ না দেয়, তাহলে আমরা আবার আন্দোলন করব।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জানে, কিভাবে আন্দোলন করতে হয় এবং জনগণের অধিকার আদায় করতে হয়।
ধর্মপাশা উপজেলায় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে মধ্যনগর যাওয়ার পথে সেলবরস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলী আমজদ এর কবর জিয়ারত করেন কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমান।