মৌলভীবাজারের কুলাউড়ায় পূর্ব বিরোধের জেরে শাহীন আহমদ (২৮) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত আব্দুল হান্নান (৩৫) থানায় আত্মসমর্পণ করেছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে বড়লেখা থানায় এসে সে আত্মসমর্পণ করে। পরে কুলাউড়া থানা পুলিশ বড়লেখা থেকে তাকে গ্রেপ্তার করে কুলাউড়ায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় হঠাৎ দৌড়ে এসে শাহীনকে ধারালো ছুরি দিয়ে প্রকাশ্যে কুপিয়ে পালিয়ে যায় হান্নান।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার পর থেকেই আত্মগোপনে চলে যায় হান্নান। তাকে গ্রেপ্তারে কুলাউড়া থানা পুলিশ বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায়। পুলিশের তৎপরতায় ভীত হয়ে মঙ্গলবার বিকেলে সে আত্মসমর্পণ করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, শাহীন হত্যা ঘটনায় নিহতের পরিবার হান্নানের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিলো। মঙ্গলবার বিকেলে সে আত্মসমর্পণ করেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।