মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১জনের ও অপরজন সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুন) বিকেলে জয়চণ্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রাজু পাশী (২৭)। তিনি ওই এলাকার উমা পাশীর ছেলে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করে।
একইদিন সন্ধ্যায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের আমূলি নামক এলাকায় রাস্তার পাশে লিপি বেগম (৩৫) নামে এক নারীকে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লিপি বেগম রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকার বাসিন্দা। ঈদ উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, লিপির মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।