জামালগঞ্জে খেলাফত মজলিসের উদ্যোগে কর্মী সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাচনা বাজার মাদ্রাসার সম্মেলন কক্ষে কর্মী সম্মেলন সভাপতিত্ব করেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আজিজুল হক।
হাফিজ মহিবুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আজিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাজোয়ার, সাংগঠনিক সম্পাদক মুফতি ফেদাউল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সাধারণ সদস্য।
বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে ২০২৫-২০২৬ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।
নবগঠিত কমিটিতে কাজী রশিদ আহমদকে সভাপতি, মাওলানা সাদিক বিন ইউনুস কে সাধারণ সম্পাদক, মাওলানা হোসাইন আহমদকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। তাছাড়াও অন্যান্য পদে সহ সভাপতি মাওলানা আজহারুল আমিন, মাওলানা গোলাম রব্বানী, ক্বারী আবুল কালাম ওয়াক্কাছ আলী, ক্বারী মঞ্জুরুল হক, হাফিজ মাওলানা মহিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমেদ, হাফিজ রিয়াজ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আলীনুর রহমান সাগর, আসাদ মিয়া, কোষাধ্যক্ষ মাওলানা আবু সালেহ, সহ কোষাধ্যক্ষ বিল্লাল মিয়া, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কামরুল হক, সহ প্রশিক্ষণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক ক্বারী মুস্তাকিম, সহ প্রচার সম্পাদক মোঃ নবী হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক বশির গণি, সহ সমাজ কল্যাণ সম্পাদক আবু হানিফা, অফিস ও প্রকাশনা সম্পাদক ক্বারী বুরহান উদ্দিন, সহ প্রকাশনা সম্পাদক ক্বারী শাহ জামাল, কৃষি সম্পাদক ডাক্তার মোঃ আপ্তাব উদ্দিন, সহ কৃষি সম্পাদক ক্বারী আব্দুস সামাদ, নির্বাহী সদস্য আবুল কালাম, আজির উদ্দিন, ওয়াহিদ মিয়া, ইসলাম উদ্দিন, ক্বারী ইউনুস, তাজুল ইসলাম, মাওলানা আলী নেওয়াজ, সাহিত্য সম্পাদক মাওলানা নেছার আহমেদ, সহ সাহিত্য সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ।
নতুন কমিটি বাংলাদেশ খেলাফত মজলিস কমিটিকে গতিশীল করার আহ্বান জানান।