দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে নেতা কর্মীদের নিয়ে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করলেন সুনামগঞ্জ ১ আসনের বিএনপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,সাবেক সাংগঠনিক সম্পাদক,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
রবিবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ প্রঙ্গনে আয়োজিত মতবিনিময় সভার উপজেলার ৭টি ইউনিয়নের নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
তিনি সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে বলেন,আপনারাই আমার শক্তি,সাহস আর আগামী দিনগুলোতে চলার সাথী। আপনারা আমাকে পাশে রাখবেন আপনারা পাশে থাকলে সকল কঠিন পথ ঠেলে সামনে এগিয়ো যাবো। আপনাদের হয়ে কথা বলেছি আর আগামীতেও বলবো।
৫ আগষ্টের পর থেকে অনেক অফার পেয়েছি কিন্তু এসব আমি তোয়াক্কা করিনি কারন আমার কোনো লোভ নেই। আমার সম্পদ নেই আর প্রয়োজন ও নেই কারন আপনারা যে ভালবাসা দিয়েছেন আর দেন এর ছেয়ে আর সম্পদ লাগে না। আর আমি বিশ্বাস করি হাজার কোটি টাকাও আমি কামরুলের জন্য আমার নেতা কর্মী সমর্থকগনের কাছে তুচ্ছ।
এসময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের জন্য সকল নেতা কর্মীদের আহবান জানান। এসময় তিনি বলেন,দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি। আজকে সবাই মিলে ঈদ আনন্দ উপভোগ করতে পারছি।
আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাবে এবং তারেক রহমানের নির্দেশে সকল আন্দোলন সংগ্রামে সবাই নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সবাই নিজ নিজ অবস্থা থেকে সর্তকতার সাথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন প্রতিটি ঘরে ঘরে আমার নেতা তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিবেন আপনারা।
এ সময় উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তুজ্জামিল হক নাসরুম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য হাজী সবুজ আলম, আমির শাহ,সাখাওয়াত হোসেন, মোরছালিন,বিএনপি নেতা শামীম আহমেদ, মাওলানা আবু সাঈদ, মাহবুব চৌধুরী, রফিকুল ইসলাম, নাসির মিয়া, এনাম তালুকদার, সাইদুল কিবরিয়া, এস কে শফিকুল, রতি মিয়া, কামাল হোসেন, জেলা যুবদল সহ দপ্তর সম্পাদক সামরুল ইসলাম, জোবায়ের জয়নাল, ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না প্রমুখ।