জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালীপুর গ্রামে মাদকাসক্তি বেড়ে যাওয়ায় গ্রামবাসী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকাসক্তি প্রতিরোধ আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় গ্রামবাসী কিভাবে মাদক প্রতিরোধ করা যায় সেবিষয় মতামত পেশ করেন। মাদক সরবরাহের সাথে জড়িত এবং যারা মাদক সেবন করে তাদের চিহ্ন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মুল করতে এলাকাবাসী মতামত প্রদান করেন। মাদক নির্মুলে সবাই সামাজিক আন্দোলন গড়ে তুলার প্রতিশ্রুতিবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে মাদকের শারীরিক ও মানসিক প্রভাব সম্পর্কে মাদক সেবী ও তাদের পরিবারকে অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও গ্রামের প্রতিটি হোটেল-রেস্টুরেন্টে ক্যারামবোডের মাধ্যমে জুয়া খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
রবিবার দুপুরে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালীপুর মসজিদের বারান্দায় গ্রামবাসীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, গ্রামের প্রবীণ মুরব্বি মোঃ নসু মিয়া। কালীপুর গ্রামের যুবক এসআই সাহিন আলমের সঞ্চালনায় বক্তব্য দেন, বিএনপি নেতা আবু হানিফা, গ্রামের মুরব্বি মলি হোসেন তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ, সাজ্জাদ হোসেন তালুকদার, নজরুল ইসলাম, বুরহান উদ্দিন তালুকদার, ইমরান হোসেন, মোঃ শুক্কুর আলী, আবু আলা রনি, রফিকুল ইসলাম, আবুল খয়ের, দুলাল মিয়া, মোশারফ হোসেন, আফজাল হোসেন, শাহ আলম প্রমুখ।
এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, কালীপুর গ্রামের মাদক বিরোধী উদ্যোগ কে স্বাগত জানাই। আমি এই থানায় আসার পর থেকে মাদক, চোরা কারবারি, ইয়াবা সহ অপরাধীদেরকে দরে আইনের আওতায় নেওয়া হয়েছে। উপজেলার প্রতিটি গ্রামে যদি এভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন অপরাধে নির্মুলে এগিয়ে আসে, তাহলে সমাজ থেকে অপরাধ কমে যাবে। জামালগঞ্জ থানা পুলিশ মাদক, চোরাচালান, জুয়ার বিরুদ্ধে আপনাদের পাশে আছে।