রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হবিগঞ্জ-২: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জামায়াত প্রার্থী আযমীকে শোকজ প্রয়োজনে পদত্যাগ, তবুও সমর্থকদের নিরাশ করবেন না: ‘চাকসু’ মামুন কোম্পানীগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে পাথর কান্ডে বরখাস্তকৃত জীবন মেম্বার গ্রেপ্তার নতুন পাঠ্যবই থেকে বাদ ‘বঙ্গবন্ধু’, যুক্ত শেখ মুজিবুর রহমান অটোরিকশা চালক শিপন হত্যার রহস্য উদ্ঘাটন: ঘাতক টিপুর স্বীকারোক্তি শেষ মুহূর্তে যেসব আসনে প্রার্থী পাল্টাল বিএনপি বরগুনায় বিয়ের দাবিতে গোয়াইনঘাটের তরুণীর অনশনে চাঞ্চল্য জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির নেতাদের চিঠি বড়লেখায় জোড়া খুন, গুরুতর আহত ১ সিম ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে সরকার
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ৫শত পরিবারে গোশত বিতরণ করেন হিউম্যান ওয়েল ফেয়ার ট্রাস্ট

পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির প্রধান একটি দ্বীনি ভাব ঘাম্ভীর্য্যপূর্ণ বড় উপলক্ষ্য। এই দিনে নিজের ত্যাগের উন্মেষ ঘটাতেই মুসলমানগণ কোরবানি দেন পশু। মূলত পশু কোরবানি নয়, মনের পশুত্বকেই কোরবানি করা উদ্দেশ্য থাকে মুমিনদের।

প্রতি বছরের মতো এবারো পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহার দিনে কোরবানি অনুষ্টান। বিশ্বের প্রতিটি দেশে সার্মতবান মুসলিম আল্লাহর সন্তোষ্টি পাওয়ার আশায় কোরবানি দিয়ে থাকেন। কোরবানি ত্যাগের মহিমায় ভাষ্কর একটি জনবান্ধন অনুষ্ঠান। মানুষ ও মানবতায় এই শিক্ষা হযরত ইব্রাহিম (আঃ) এঁর সময় থেকে এসেছে। হযরত আদম (আঃ) এঁর জামানা থেকে এই প্রথা চালু ছিল। তবে তখনকার কোরবানির পশু সাধারণ মানুষ খেতে পারতো না।

সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সঃ) এঁর উম্মতের জন্য বিশেষ সুযোগ কোরবানির গোশত ভক্ষন করতে পারা। এটি মানবতা বোধের একটি বড় অংশও বটে। ঈদে সব পরিবারের লোকেরা আনন্দ পেতে চায়। একটু ভাল খাবার খেতে চায়। হতদরিদ্র পরিবারে অনেক সময় খাবার সংগ্রহ করতে কষ্ট হয়। ঈদের দিন ভাল কিছু করার সামর্থ্য থাকেনা। তাদের শিশুরা চেয়ে থাকে আকাশের দিকে নতুবা ধনী লোকেদের কোরবানির দিকে। সামর্থ্যবানদের কোরবানিতে আল্লাহ তাআ'লা রেখে দিয়েছেন গরিবের ভাগ, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশিদের ভাগ। এভাগ যেন যথাযথভাবে হয়, সেজন্য নবী করিম (সাঃ) তিন ভাগের একটি প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন।

তবে মানবতাবাদী অনেক ব্যক্তি ও সামাজিক সংঘটন পুরো কোরবানি দিয়ে থাকেন মানুষের কল্যাণের জন্য। এভাবে বিগত ৬ বছর যাবৎ হিউম্যান ওয়েল ফেয়ার ট্রাস্ট জামালগঞ্জ শাখায় পবিত্র ঈদুল আজহায় অসহায়, দরিদ্র মানুষের পাশাপাশি আলেম সমাজের মাঝেও গোশত বিতরন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার ঈদে উপজেলার ৫ শত পরিবারে কোরবানির গোশত বিতরণ করা হয়। রবিবার দুপুরে দারুস সুন্নাত মাদরাসা জামালগঞ্জ এর প্রাঙ্গণে  হিউম্যান ওয়েল ফেয়ার ট্রাস্ট জামালগঞ্জ শাখার আয়োজনে ৫শত পরিবারের মাঝে গোশত বিতরণ করা হয়।

গোশত নিতে আসা প্রতিবন্ধী মোঃ রেনু মিয়া ও আঙ্গুর মিয়া বলেন আমরা ৬ বছর যাবৎ এই ফাউন্ডেশনের গোশত নিয়ে থাকি। এবারও গোশত পেয়েছি। আমরা প্রবাসী ভাই আলহাজ্ব মোস্তাফিজুর রহমান এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আলতাফুর রহমান সহ যারা এই ফাউন্ডেশনে আছেন তাদের প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ তাআ'লা যেন তাদের জানে মালে বরকত দেন।

একজন মুসলমান আরেক জন মুসলমানের অঙ্গের মতো। নবীজির এই হাদিসের মত করেই আপনারা অভাবী মানুষের পাশে দাড়িয়েছেন। আল্লাহ তাআ'লা আপনাদের এই চেষ্টা ও দানকে কবুল করুন। হিউম্যান ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আলতাফুর রহমান বলেন, হতদরিদ্র মানুষের পাশাে দাড়ানোর জন্যই হিউম্যান ওয়েল ফেয়ার ট্রাস্ট প্রতি বছরের মতো এবারও ৫শত হতদরিদ্র ও অসহায় পরিবারে গোশত দিতে পেরেছি। মহান আল্লাহ তাআ'লা অনেক বড় মেহেরবানীতে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

এই ফাউন্ডেশনে যিনি সর্বোত্ত্বভাবে সহযোগিতা করে থাকেন, তিনি হলেন ইংল্যান্ড প্রবাসী হিউম্যান ওয়েল ফেয়ার ট্রাস্টের কর্ণধার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। আপনারা সবাই উনার মরহুম পিতা ও অসুস্থ মাতার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। এই ফাউন্ডেশনের কর্মীগণ ২দিন যাবৎ কষ্ট করেছেন। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

গোশত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হিউম্যান ওয়েল ফেয়ার ট্রাস্ট জামালগঞ্জ শাখার চেয়ারম্যান মাওলানা আলতাফুর রহমান। মাওলানা মাছরুফ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা এখলাছুর রহমান,  মাওলানা হাবিবুর রহমান, মাওলানা লুৎফুর রহমান, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার, মাওলানা সায়িদ আহমদ, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা আহসান উল্লা, মাওলানা উসমান গণি প্রমূখ।

এই সম্পর্কিত আরো

হবিগঞ্জ-২: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জামায়াত প্রার্থী আযমীকে শোকজ

প্রয়োজনে পদত্যাগ, তবুও সমর্থকদের নিরাশ করবেন না: ‘চাকসু’ মামুন

কোম্পানীগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে পাথর কান্ডে বরখাস্তকৃত জীবন মেম্বার গ্রেপ্তার

নতুন পাঠ্যবই থেকে বাদ ‘বঙ্গবন্ধু’, যুক্ত শেখ মুজিবুর রহমান

অটোরিকশা চালক শিপন হত্যার রহস্য উদ্ঘাটন: ঘাতক টিপুর স্বীকারোক্তি

শেষ মুহূর্তে যেসব আসনে প্রার্থী পাল্টাল বিএনপি

বরগুনায় বিয়ের দাবিতে গোয়াইনঘাটের তরুণীর অনশনে চাঞ্চল্য

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির নেতাদের চিঠি

বড়লেখায় জোড়া খুন, গুরুতর আহত ১

সিম ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে সরকার