প্রতি বছর সিলেট মহানগরীর মুসল্লিদির জন্য কোরবানীর স্থান নির্ধারণ করে দেয় সিলেট সিটি করপোরেশন। তবে এবার ব্যতিক্রম। তেমন কিছু করেনি সিসিক কর্তৃপক্ষ।
সিলেটভিউ২৪ডটকম’র সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা, সাংবাদিক নেহার রঞ্জন পুরকায়স্থ। এর কারণ হিসাবে তিনি নগরবাসীর আগ্রহ না থাকার কথা উল্লেখ করেছেন।
প্রায়ই একই তথ্য জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার।
তিনি বলেন, আসলে সিটি করপোরেশন নির্ধারিত স্থানে কোরবানী দিতে সম্মানিত নগরবাসীর তেমন আগ্রহ দেখা যায়নি অতীতে। তারা আসেন না। তাই এবার আর আমরা মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ছাড়া আর কোথাও স্থান নির্ধারণ করিনি। বর্ধিত এলাকার লোকজনতো আসবেনইনা। গতবারও আসেন নি।
সিটি করপোরেশনের নির্ভরযোগ্য অন্যান্য সূত্র জানিয়েছে, স্থান নির্ধারণের পরিবর্তে এবার ব্যাপক প্রচারণায় জোর দেয়া হয়েছে। যাতে যে যেখানেই পশু কোরবানী করেন না কেন, সাথে সাথে যেনো স্বাস্থ্যসম্মতভাবে বর্জ্য অপসারণ করা হয়।
এছাড়া এ ব্যাপারে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও যথারীতি প্রস্তুত। দ্রুততম সময়ে তারা বর্জ্য অপসারণ করবেন।