গোলাপগঞ্জে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল হানিফ খাঁন উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে আব্দুল হানিফের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা।
আব্দুল হানিফ খাঁন উপজেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত,সরকার পতনের পর কয়েকদিন পলাতক ছিলেন। বেশ কয়েকটি মামলার আসামি তিনি। জানা গিয়েছে উচ্চ আদালত থেকে কয়েকটি মামলায় আগাম জামিন নিয়ে বাড়িতে ফিরে এসেছিলেন।