উন্নতমানের স্বাস্থ্যসেবায় সম্প্রতি চীন বাংলাদেশে বিশ্বমানের ৩টি হাসপাতাল করার প্রস্তাব দিয়েছে। চীনের প্রস্তাবিত চীন-বাংলাদেশ মৈত্রী ১ হাজার শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল সিলেট বিভাগের হবিগঞ্জে স্থাপনের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ পরিষদসহ বিভিন্ন স্থরের জনসাধারণ। এশিয়ান হাইওয়ে সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জ জেলার যে কোন স্থানে হাসপাতালটি স্থাপনের দাবি জানিয়ে ঘোষনা প্রদানে উপদেষ্টা পরিষদকে ২০ দিনের আল্টিমেটাম দেন তারা।
বৃহস্পতিবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জ জেলার আউশকান্দি চত্বরে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। একপর্যায়ে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আহবাব চৌধুরী, সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন ।
নবীগঞ্জ নিউ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং পথসভা ও মানবন্ধন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আবুল খায়ের কায়ের এর পরিচালনায় বক্তারা বলেন, শিক্ষা ও চিকিৎসা এই দুই স্থরে সিলেট বিবাগের সাথে বৈষম্য করা হচ্ছে। সিলেটে চিকিৎসক সংকট এবং পর্যাপ্ত হাসপাতালের অভাবে এ অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। সিলেট ঢাকা মহাসড়কে প্রতিনিয় সড়ক দূর্ঘটনা ঘটছে। আহত হয়ে সিলেট ওসমানী মেডিকল হাসপাতালে নেয়ার পথিমধ্যে ঘটছে মৃত্যু বরণের মত ঘটনায়। এই অঞ্চলে হাসপাতাল প্রতিষ্ঠিত হলে তা হবে সরকারের একটি দূরদর্শী সিদ্ধান্ত, যা সিলেটের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে। এশিয়ান হাইওয়ে সিলেটÑঢাকা মহাড়কের সিলেট বিভাগের যে কোন স্থানে চীন বাংলাদেশ মৈত্রী ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতল স্থাপনের বিষয়ে আগামী ২০ দিনের মধ্যে উপদেষ্ঠা পরিষদ থেকে কোন সিধান্ত না দিলে সিলেটের সর্বস্থররের জনসাধারণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
বক্তব্য রাখেন সমাজসেবী ময়নুল ইসলাম বাচ্ছু, শাহ- আকিক, হাফিজুর রহমান চৌধুরী হাফিজ, আব্দুর রহিম তালুকদার, রুহেল আহমদ, শাকিল আহমদ, প্রতিবাদ সভা ও মানব বন্ধন বাস্থবায়ন কমিটির সদস্য লিঠন মিয়া প্রমুখ।