শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে অলিতে-গলিতে পশুর হাট

শনিবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। শেষ সময়ে কোরবানীর পশুর হাটে মোটামুটি ক্রেতা থাকলেও বেচা-বিক্রির অবস্থা তেমন একটা ভালো নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
 
তারা বলছেন, সিলেটে প্রতিবছর ঈদের আগের দিন গরুর ব্যবসা জমজমাট হয়ে উঠে, এবছরও তাই হবে। সিলেটের লোকজন বাসা-বাড়িতে গরু রাখার সুযোগ না থাকায় তারা ঠিক আগের রাতে কোরবানীর পশু কেনেন।

অন্যদিকে সিলেটে প্রসাশনের ইজারাকৃত বৈধ মাঠ থাকার পরও নগরীর বিভিন্ন অলিতে-গলিতে রাস্তার উপর ভাসমান বাজার বসিয়েছেন প্রভাবশালী ও স্থানীয় কিছু লোকজন। 

সরেজমিনে দেখা যায় ইলেকট্রিক সাপ্লাই রোড, কাজিটুলা, আখালিয়া, মদিনা মার্কেট, সুবিদবাজার, পাঠানটুলা, লাভলীরোড, রিকাবীবাজার, পূর্ব শিবগঞ্জ, যতরপুর, তেররতন, উপশহর, শেখঘাট-বেতেরবাজার রোডে ভাসমান পশুর হাট বসানো হয়েছে।

সিলেট জেলা প্রশাসন সূত্র বলছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেটে এবার ৭৪টি অস্থায়ী পশুর হাটের প্রস্তুতি নেয়া হচ্ছে। এর মধ্যে সিলেট জেলায় ৬২টি হাটের অনুমোদন হলেও মহানগর এলাকায় ১২টি হাট হবে।

হাটে ইজারার শর্তে উল্লেখ আছে: হাট সংলগ্ন এলাকায় কোনোভাবে মহাসড়ক, প্রধান সড়ক, অলি-গলিসহ কোনো সড়ক বন্ধ বা মানুষ ও যানবাহন চলাচলে বাধা দেয়া যাবে না। অথচ ইজারার শর্ত ভঙ্গ করে মহাসড়ক, সড়ক এমনকি নগরীর অলি-গলি দখল করে বসানো হয়েছে কোরবানীর পশুর হাট। কোনো কোনো এলাকায় প্রধান সড়ক যান চলাচলের জন্য ব্যারিকেড দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে এলাকার গলিপথও। এতে করে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছ। এতেকরে বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শুধু তাই নয়, কোনো কোনো এলাকায় ইজারা ছাড়াই বসেছে কোরবানির হাট। আবাসিক ভবনের গেটেও গরু বাঁধা হয়েছে। এসব অনিয়ম দেখার যেন কেউ নেই। ভোগান্তি নিয়ে কার কাছে অভিযোগ করবে সে বিষয়টাও বেশিরভাগ মানুষের জানা নেই।

ওই সড়কদিয়ে চলাচলকারীরা জানান, গরুর হাটগুলো নির্ধারিত হাট ছেড়ে নগরীর অলিতে-গলিতে রাস্তার উপর দাড়িয়ে গরুর ভাসমান বাজার গড়ে উঠেছে। ক্রেতা-বিক্রেতারা সড়কের ওপর তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেন। এতে প্রায় নগরীতে ভোগান্তির পাশাপাশি নগরীর সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। দিনভর যানজট লেগে থাকলেও পুলিশ কিংবা স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। 

প্রসাশনের পক্ষ থেকে বলা হয়েছে, সিলেটের বৈধ পশুর হাট ছাড়া কোথাও পশুর হাট রাখা যাবে না। কিন্তু সময়ের সাথে সাথে নগরীর অলিতে-গলিতে গড়ে উঠতে শুরু করেছে অবৈধ ভাসমান পশুর হাট।

এই সম্পর্কিত আরো