শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দেশের প্রধান সমস্যা গণতন্ত্রহীনতা: কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের প্রধান সমস্যা এখন গণতন্ত্রহীনতা। দেশের জনগণ আজ গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও ভোটাধিকার ফিরে পেতে সর্বোচ্চ আগ্রহ ও প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। একটি নিরপেক্ষ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সেই অধিকার ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে দক্ষিণ সুরমার দাউদপুর বাজারে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সিলেট দক্ষিণ সুরমা ইউনাইটেড ইউএসএ ইনক-এর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব জনগণের সেই হারানো অধিকার ফিরিয়ে দেওয়া। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, আর আমরা সংঘাতে যেতে চাই না—শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই রাজপথে সক্রিয় থাকবো।

এই সম্পর্কিত আরো