শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে জামায়াত আমির - যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই সেদিন তারেক রহমানের সঙ্গে মান্নার কী কথা হয়েছিল, জানালেন স্ত্রী তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি - যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে তাহিরপুর সীমান্তে ২৪টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার শান্ত-মুশফিক জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারাল রাজশাহী: বিপিএল নাজিব রাজাক দুর্নীতির আরেক মামলায় দোষী সাব্যস্ত আবারও তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান শীতের সবজিতে কাঁচাবাজারে স্বস্তি বিয়ে সুন্নত নাকি ফরজ?
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে বন্যা মোকাবেলায় প্রস্তুত ৫৮টি আশ্রয়কেন্দ্র

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদ-নদী ও হাওরের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন নিচু এলাকা ও রাস্তা-ঘাট তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন মানুষজন।


এদিকে, শনিবার সকালে উপজেলার গোয়াইনঘাট-রাধানগর সড়কের অংশবিশেষ পানিতে তলিয়ে গেছে। এতে ওই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলায় ৫৮টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রেখেছে উপজেলা প্রশাসন।


পানি উন্নয়নর বোর্ডের তথ্যমতে, শনিবার (৩১ মে) উপজেলার সারী, গোয়াইন ও পিয়াইন নদী তিনটির পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ধীরে ধীরে তা বৃদ্ধি পাচ্ছে। তবে পর্যটনকেন্দ্র জাফলংয়ের ডাউকি নদীর পানি বিপৎসীমার প্রায় কাছাকাছি থাকায় পর্যটনকেন্দ্রটি ভেসে গেছে।

গত বৃহস্পতিবার সকাল থেকে শনিবার (৩১ মে) দুপুর পর্যন্ত ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এতে পানি ক্রমশ বাড়তে থাকায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি রাস্তাঘাটে বৃষ্টির পানি জমে কাঁদা জলে পরিনত হয়েছে। ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।


উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি জানান, যেভাবে বৃষ্টি হচ্ছে এবং পানি বাড়ছে সবজি এবং আউশ ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, উপজেলার নদ-নদীতে পানি বাড়ছে। এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিম্মাঞ্চলের মানুষদের আগে থেকেই সতর্ক করা হচ্ছে। মানুষের জানমাল রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫৮টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া নৌকা, স্বেচ্ছাসেবক ও জনপ্রতিনিধিরা ও প্রস্তুত রযেছেন।

এই সম্পর্কিত আরো

শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে জামায়াত আমির যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই

সেদিন তারেক রহমানের সঙ্গে মান্নার কী কথা হয়েছিল, জানালেন স্ত্রী

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

তাহিরপুর সীমান্তে ২৪টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার

শান্ত-মুশফিক জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারাল রাজশাহী: বিপিএল

নাজিব রাজাক দুর্নীতির আরেক মামলায় দোষী সাব্যস্ত

আবারও তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান

শীতের সবজিতে কাঁচাবাজারে স্বস্তি

বিয়ে সুন্নত নাকি ফরজ?