শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে জামায়াত আমির - যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই সেদিন তারেক রহমানের সঙ্গে মান্নার কী কথা হয়েছিল, জানালেন স্ত্রী তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি - যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে তাহিরপুর সীমান্তে ২৪টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার শান্ত-মুশফিক জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারাল রাজশাহী: বিপিএল নাজিব রাজাক দুর্নীতির আরেক মামলায় দোষী সাব্যস্ত আবারও তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান শীতের সবজিতে কাঁচাবাজারে স্বস্তি বিয়ে সুন্নত নাকি ফরজ?
advertisement
সিলেট বিভাগ

বৃষ্টি বাড়ছে, নদী ফুলছে, সিলেটে বন্যার পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানির চাপে সিলেট বিভাগের সকল নদনদীর পানি ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতিতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বন্যার পূর্বাভাস জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

আজ বৃহস্পতিবার (২৯ মে) এফএফডব্লিউসি‌র প্রতিবেদনে জানানো হয়েছে যে সিলেটের সুরমা ও কুশিয়ারা, সুনামগঞ্জের জাদুকাটা, মৌলভীবাজারের মনু ও ধলাই এবং হবিগঞ্জের খোয়াই নদীর পানি বাড়ছে।

প্রতিবেদনের তথ্যমতে, আজ সকাল ৯টা পর্যন্ত সিলেটের সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার ৩৫৭ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ২২৪ সেন্টিমিটার, সুনামগঞ্জের ছাতক পয়েন্টে ২৫০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা নদী কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৪৪১ সেন্টিমিটার নিচে, কুশিয়ারা নদী আমলশীদে ৫৭০ সেন্টিমিটার, শেওলায় ৪৮৪ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জে ৩০৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া মনু নদী মৌলভীবাজারে ৪৩৮ সেন্টিমিটার, ধলাই নদী কমলগঞ্জে ৪০২ সেন্টিমিটার, খোয়াই নদী হবিগঞ্জে ৪৫৫ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের যাদুকাটা নদী লাউড়েরগড় পয়েন্টে ২৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই সময়ে বৃষ্টিপাতের পরিমাণও উল্লেখযোগ্য ছিল। বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সিলেটে ১২ মিলিমিটার, সুনামগঞ্জে ১১ মিলিমিটার, জকিগঞ্জে ২০ মিলিমিটার, জাফলংয়ে ১৫ মিলিমিটার, কমলগঞ্জে ১২ মিলিমিটার এবং হবিগঞ্জে ৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এফএফডব্লিউসি জানিয়েছে, আগামী তিনদিন সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃষ্টি পেয়ে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং বিভাগের চার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে।

এ ব‍্যাপারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, 'সিলেটের সুরমা, সুনামগঞ্জের যাদুকাটা, মৌলভীবাজারের মনু নদী এবং হবিগঞ্জের ধলাই নদীর পানি আগামী দুইদিনে বাড়বে এবং স্বল্প মেয়াদী একটি বন‍্যা দেখা দিতে পারে।'

তিনি বলেন, 'তবে দুইদিন পর বৃষ্টিপাত কমতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হলে সেটির ব‍্যবস্থা নিতে আমরা জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।'

এই সম্পর্কিত আরো

শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে জামায়াত আমির যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই

সেদিন তারেক রহমানের সঙ্গে মান্নার কী কথা হয়েছিল, জানালেন স্ত্রী

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

তাহিরপুর সীমান্তে ২৪টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার

শান্ত-মুশফিক জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারাল রাজশাহী: বিপিএল

নাজিব রাজাক দুর্নীতির আরেক মামলায় দোষী সাব্যস্ত

আবারও তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান

শীতের সবজিতে কাঁচাবাজারে স্বস্তি

বিয়ে সুন্নত নাকি ফরজ?