✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বধ্যভুমি নিয়ে সবুজ সিলেটে সংবাদ প্রকাশ

প্রশাসনের অভিযান, দোষীদের বিরুদ্ধে মামলা করবে পরিবেশ

সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার অংশে করিচ নদীর ব্রীজের নিচ থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ পরিচয়দানকারী গুটি কয়েক নেতা। অবৈধভাবে নদীর তীর থেকে মাটি কেটে বিক্রি করায় একদিকে যেমন মহাসড়কের করিচর ব্রীজ হুমকির মুখে পড়েছে অন্যদিকে হুমকিতে ৭১'র মুক্তিযুদ্ধের সময় নিহতেদের সমাধীস্থল। 

এ ব্যাপেরে দৈনিক সবুজ সিলেট পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর এলাকায় এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠে। এরপর বুধবার (১৮ ডিসেম্বর) দায়সারা অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মিস ফারজানা আক্তার লাবনি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু করিচর ব্রীজের নিচে থেকে এস্কেভেটর মেশিন দিয়ে অর্ধ শতাধিক ড্রাম ট্রাক দিয়ে রাতের আধারে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে সংঘবদ্ধ এই চক্রটি। রাজনৈতিক মাঠে বিরোধ থাকলেও অবৈধ কাজের ভাগ ভাটোয়ারা সবাই একত্রিত। এদের হাত থেকে রক্ষা পায়নি মুক্তিযুদ্ধের বধ্যভুমিও। সেখানকার মাটি নিয়ে সকরারি গরুচরন ভূমি দখল ও একটি খেলার মাঠ দখলে নেয়ার পায়তারা করছে।

স্থানীয়রা জানায়, সরকারের কোন ধরনের অনুমতি না নিয়ে প্রতিরাতে ড্রাম ট্রাকে করে নদীর তীর থেকে এস্কেভেটর দিয়ে মাটি নিয়ে সরকারি খাস ও গুচরন ভূমি ভরাট করে সংঘবদ্ধ চক্রটি।

এ বিষয়ে উপজেলা উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মিস ফারজানা আক্তার লাবনি বলেন,একটি সংঘবদ্ধ চক্র নদীর তীর থেকে অবৈধভাবে যন্ত্রদানব ব্যবহার করে মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেছি। ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার সত্যতা পাওয়া যায় তবে অভিযুক্ত কাউকে পাওয়া যায় নি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্তা নেয়া হবে। তিনি বলেন পরিবেশকে নিয়মিত মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা আবার অভিযান পরিচালনা করব। 


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে শালিক রুমাইয়া বলেন, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মিস ফারজানা আক্তার লাবনি ও পরেবেশ ইন্সপেক্টরের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়েছে , তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে পরিবেশ তালিকা করে নিয়মিত মামলা করবে।

এই সম্পর্কিত আরো