সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট থানাপুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তারা পেশাদার মাদক ব্যবসয়ী।
মঙ্গলবার (২৭ মে) বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বিছনাকান্দি ইউনিয়নের নতুন ভাঙ্গা হাওড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এসয় তাদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের নতুন ভাঙাহাওর গ্রামের আমির হোসেনের ছেলে আবুল বাশার মিয়া (৩৭), একই গ্রামের মৃত কটাই মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন শিবলু (৩৭) ও বাবুল মিয়ার ছেলে, শাকিল আহমেদ (২৫)।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, মাদক নির্মূলে গোয়াইনগাট থানা পুলিশ জিরো টলারেন্সে আছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।