রবিবার, ৩১ আগস্ট ২০২৫
রবিবার, ৩১ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
থামছে না ইজারাবিহীন নদীতে বালু উত্তোলন দোয়ারাবাজারে বালুভর্তি ট্রাকসহ আটক ২ বিজয় ভার্মার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন তামান্না নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের শুরু ভারত জাতিসংঘের আইন ভেঙে রোহিঙ্গাদের বাংলাদেশ-মিয়ানমারে পাঠাচ্ছে: এইচআরডব্লিউ কুলাউড়ায় বিএনপির কাউন্সিলে ১৭ জনের মনোনয়ন সংগ্রহ বড়লেখায় দিনব্যাপী বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাই অনুষ্ঠিত জেলা প্রশাসক - সবাই মিলে আমরা যেন দুর্ণীতি মুক্ত দেশ গড়তে পারি সেটি হচ্ছে কামনা গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচন দিন :  ফয়সল চৌধুরী বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসার আহবান তারেক রহমানের শিবগঞ্জ থেকে তিন জুয়াড়ি আটক
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে মাচায় চিচিঙ্গার ভালো ফলন, দামেও খুশী কৃষক

জামালগঞ্জে মাচায় উচ্চ ফলণশীল জাতের চিচিঙ্গা চাষে লাভবান হচ্ছেন কৃষকেরা। উপযোক্ত মাটি অনুকুল আবহাওয়া থাকায় ফলন ভাল হয়েছে কৃষকদের। পুষ্টিগুন এই চিচিঙ্গার চাহিদা নিজ উপজেলার পুরন করে অন্যান্য জেলায় বিক্রি করা হচ্ছে। ভালো ফলন ও দামে খুশী কৃষক। বৃষ্টিপাত থাকলেও সবজীর ফলন আরো ভালো পাওয়া যাবে বলে মনে করছেন কৃষকেরা। এদিকে সবজী খ্যাত জামালগঞ্জ আরো নতুন নতুন সবজী সহ আবাদ করতে কৃষকদের উদ্ভোদ্দ করছেন উপজেলা কৃষি বিভাগ। 

উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ১২হেক্টর জমিতে মাচা পদ্ধতি ব্যবহার করে পুষ্টিগুন সম্পন্ন সবজী চিচিঙ্গার আবাদ করা হচ্ছে। স্বল্প সময় অল্প খরচে চিচিঙ্গার চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা। উপজেলার মন্নান ঘাট , চানপুর হারুনমার্কেট থেকে অটো গাড়ী ও নৌকা করে চিচিঙ্গা নিয়ে যাচ্ছে পাইকাররা। পাইকারী বাজারে চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। 

জামালগঞ্জ সদর উপজেলার কাশীপুর গ্রামের কৃষক সাকের মিয়া, বলেন এক বিঘা জমিতে উচ্চ ফলণশীল চিচিঙ্গা চাষ করেছি। জমি প্রস্তুত, সার, বীজ, কীট নাশক ও মাচা তৈরী করতে প্রতি বিঘায় খরচ হয়েছে ২৫ হাজার টাকা। এখন প্রতি সপ্তাহে ২দিন চিচিঙ্গা বিক্রি হচ্ছে। প্রতিমন ১৬শত টাকা ধরে জমি থেকেই কিনে নিচ্ছেন পাইকাররা।। এখনো পর্যন্ত ৬০ হাজার টাকা বিক্রি করেছেন। আরো ২ মাস বিক্রি করতে পারবেন। এতে আরো লাখ টাকার চিচিঙ্গা বিক্রি হওয়ার আশংকা করছেন তিনি। 

ইউসুফ নগর গ্রামের চাষি দয়াল মিয়া বলেন, গত বছর আমি এক বিঘা জমিতে চিচিঙ্গা আবাদ করেছিলাম। উৎপাদন খরচ বাদ দিয়ে প্রায় দেড় লাখ টাকা লাভ হয়েছে। এবারও একই জমিতে চিচিঙ্গা চাষ করেছি। একাধারে তিনমাস চিচিঙ্গা বিক্রি করতে পারবো। এবছর সবজীর দাম ভালো হওয়ায় জমি থেকে পাইকাররা এসে নিয়ে যাচ্ছে। চিচিঙ্গার চাহিদা এবছর অনেকে বেশী দামেও ভালো। 

মন্নান ঘাটের পাইকার হোসেন মিয়া বলেন, আমাদের মন্নানঘাটে উৎপাদিত সবজীর চাহিদা অন্যজেলার চেয়ে ভালো। অন্যান্য সবজীর পাশাপাশী যে চিচিঙ্গা আবাদ হয় সে চিচিঙ্গা দেখতে সুন্দর ও সুস্বাধু। আমরা প্রতিদিন নৌকায় এবং অটো গাড়ীতে করে গাগলাজুর বাজার হয়ে ঢাকায় সবজী পাঠাই। এতে কৃষকেরা যেমন লাভবান হচ্ছেন তেমনী আমরাও লাভবান হচ্ছি। 

উপজেলা কৃষি কমকর্তা সুমন কুমার সাহা বলেন, জামালগঞ্জ উপজেলায় মাটি ও আবহাওয়া সব ধরনের সবজী আবাদের জন্য উপযোগী। কৃষকেরা আমাদের পরামর্শ অনুযায়ী যে সকল সবজী চাষ করেন তাতেই লাভবান হচ্ছেন। গত কয়েক বছর ধরে মাচা পদ্ধতিতে চিচিঙ্গা আবাদ করছেন কৃষকেরা। এখনো পর্যন্ত কেউ লোকশান হয়নি। সবাই খরচের তিনগুন লাভবান হয়েছেন। আমরা বর্ষায় উচু জমিতে বিভিন্ন ধরনের সবজী চাষের পরামর্শ দিয়ে থাকি। এবার ও অন্য বছরের চেয়ে কৃষকেরা সবজী চাষ করে লাভবান হবেন। 

এই সম্পর্কিত আরো

থামছে না ইজারাবিহীন নদীতে বালু উত্তোলন দোয়ারাবাজারে বালুভর্তি ট্রাকসহ আটক ২

বিজয় ভার্মার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন তামান্না

নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের শুরু

ভারত জাতিসংঘের আইন ভেঙে রোহিঙ্গাদের বাংলাদেশ-মিয়ানমারে পাঠাচ্ছে: এইচআরডব্লিউ

কুলাউড়ায় বিএনপির কাউন্সিলে ১৭ জনের মনোনয়ন সংগ্রহ

বড়লেখায় দিনব্যাপী বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাই অনুষ্ঠিত

জেলা প্রশাসক সবাই মিলে আমরা যেন দুর্ণীতি মুক্ত দেশ গড়তে পারি সেটি হচ্ছে কামনা

গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচন দিন :  ফয়সল চৌধুরী

বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসার আহবান তারেক রহমানের

শিবগঞ্জ থেকে তিন জুয়াড়ি আটক