শনিবার, ৩০ আগস্ট ২০২৫
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় নারী–শিশুসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে তাঁদের আটক করে ৪৬ বিজিবির বর্ডার আউট পোস্টে (বিওপি) রাখা হয়েছে।

বিজিবির একটি সূত্র থেকে জানা যায়, আজ সকালে কমলগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী–শিশুসহ ২১ জনকে আটক করা হয়। তাঁদের পরিচয় যাচাই–বাছাই শেষে জানা যায়, তাঁরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্তে এনে ঠেলে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ বিষয়ে জানতে ৪৬ বিজিবির অধিনায়ক মো. জাকারিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর প্রথম আলোকে বলেন, ‘আটক নারী ও শিশুদের আজ বিকেলের দিকে থানায় হস্তান্তর করা হবে বলে জানতে পেরেছি। থানায় হস্তান্তর করার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ 

এই সম্পর্কিত আরো