শনিবার, ৩০ আগস্ট ২০২৫
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

নারী নেতৃত্বে দুর্যোগ প্রস্তুতি ও স্বাস্থ্যখাতের স্থিতিশীলতায় সিলেটে কর্মশালা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় নারী নেতৃত্বকে শক্তিশালী করা এবং দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্যখাতের প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে সিলেটে একটি অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“দিশারী: উন্নত স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন প্রতিরোধী প্রকল্প”-এর আওতায় এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের নেতৃত্বে আয়োজিত এই কর্মশালাটি সোমবার সিলেট শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

“নারী-নেতৃত্বাধীন জলবায়ু স্থিতিস্থাপকতা কর্মসূচি”-এর অংশ হিসেবে আয়োজিত এ কর্মশালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুতি এবং স্থানীয় সম্পদের কার্যকর ব্যবহারসহ নীতি ও অর্থায়ন সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি, স্বাস্থ্যসেবা প্রদানকারী, উন্নয়ন সংস্থার সদস্য, জলবায়ু বিশেষজ্ঞ এবং বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় “উইমেন-লেড ক্লাইমেট রেজিলিয়েন্স” প্রকল্পের আওতায় পরিচালিত একটি গবেষণা উপস্থাপন করা হয়। এতে উঠে আসে, ২০২২ সালের বন্যার সময় সিলেট অঞ্চলের প্রায় ৬৩ শতাংশ স্বাস্থ্যসেবা কেন্দ্র অকার্যকর হয়ে পড়ে। এতে দুর্যোগ প্রস্তুতির ঘাটতি এবং কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে।

প্রধান ছিলেন সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: মো: আনিসুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনার উপপরিচালক মোঃ নিয়াজুর রহমান   ডা. জন্মেজয় দত্ত (ডেপুটি সিভিল সার্জন), এবং আবুল কুদ্দুস বুলবুল (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা)।

বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের ওপর। এ চ্যালেঞ্জ মোকাবেলায় নারী নেতৃত্বকে প্রাধান্য দিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।”

কর্মশালায় সিলেটের চারটি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রতিনিধিরাও অংশ নেন।

এই সম্পর্কিত আরো