"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ৩দিন দিনব্যাপী শুরু হয়েছে ভূমি উন্নয়ন মেলা।
রোববার (২৫ মে) সকালে বিশ্বনাথ উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ ভূমি মেলায় ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়।
এরপর উপজেলা ভূমি অফিসের সামন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের হল রুমের সামনে গিয়ে শেষ হয়। আগামী ২৭ মে পর্যন্ত এ মেলা চলবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্রাচার্য্য, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন মাহবুব, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী, বিশ্বনাথ থানার এসআই নূর মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, পৌর প্রকৌশলী ভবি মজুমদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্না, দপ্তর সম্পাদক মশাহিদ আলী, সংবাদকর্মী জাহান মিয়া, উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় বলেন, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন,হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা এখন জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়া হয়েছে। হয়রানি ছাড়া ভূমি সেবা নিশ্চিতকল্পে আরও যুগান্তকারী পদক্ষেপ নেয়া হচ্ছে।