সোমবার, ২৬ মে ২০২৫
সোমবার, ২৬ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে মিষ্টি আলুর বাম্পার ফলন জামায়াতের সিলেট মহানগরীর ৮ ও ৯ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো সহযোগী সদস্য সম্মেলন বিশ্বনাথে ৩ দিনব্যাপি ভূমি মেলা উদ্বোধন হাজারো কুয়েতির নাগরিকত্ব বাতিল করছে সরকার ইসলামী ছাত্র আন্দোলন শাবি শাখার সভাপতি মাহি, সম্পাদক আজাদ বন্দিবিনিময়ের মধ্যেই ইউক্রেনে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলা, অন্তত ১৩ জনের মৃত্যু শান্তিগঞ্জে গলায় ওড়না পেঁচানো গৃহবধূর লাশ উদ্ধার সরকারি চাকরি অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা - যে সময়ে যা দরকার সে সময়ে তা করা হয় খাদিমপাড়ায় এজমালী রাস্তায় দেয়াল, জিম্মি ৬ পরিবার বিয়ের পর ভাগ্য খুলে গেছে: মেহজাবীন
advertisement
সিলেট বিভাগ

নো করিডোর, নো বন্দর: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ বাড়ানোতে জামায়াতের অবস্থান নো। প্রধান উপদেষ্টা চাচ্ছেন তার দেওয়া সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। মেয়াদ বাড়ানো, করিডোর আর বন্দরের বিষয়ে জামায়াতের অবস্থানও নো।

আজ রবিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় দখিনা দাওয়া সেন্টারে আয়োজিত চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গতকাল শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, এমন একটি নির্বাচন হবে যেখানে একটি ইতিহাস তৈরি হবে। প্রত্যেকটি মানুষ হাসিমুখে ভোট দিয়ে বের হবে। কেউ গিয়ে দেখবে না যে, একজনের ভোট আরেকজন দিয়ে এসেছে। ভোট হবে স্বচ্ছ কোনো ধরনের কারচুপি হবে না।

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে নানা প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মানবিক করিডোর না দেয়ার বিষয়ে আমাদের অবস্থান সরকারকে জানানো হয়েছে।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, ‘এই দেশে সকল নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। চা শ্রমিকদের দায়িত্বও সরকারকে অন্যান্য নাগরিকদের মতো সমানভাবে নিতে হবে। তারা এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে তাদের সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করব। তাদের সন্তানদের প্রতিভার বিকাশে পাশে থাকব।’

তিনি জোর দিয়ে বলেন, ‘চা শ্রমিকদের শিক্ষিত করে আধুনিক বাগান ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার চিন্তা আমাদের রয়েছে। ধর্মের ভিত্তিতে আমরা কাউকে বিবেচনা করি না। আমরা একটি বন্ধুপ্রতিম সমাজ গড়তে চাই। চা শ্রমিকদের উদ্দেশে বলতে চাই- আপনার ডাক দিতে সময় লাগবে, কিন্তু আমাদের পৌঁছাতে সময় লাগবে না। আমরা সবাই এই দেশের মালিক। ধর্মের ভিত্তিতে এ দেশে আর কাউকে বিভক্ত করা যাবে না।’

উপজেলা জামায়াতের আমীর আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরীর আমীর মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম. সায়েদ আলী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী, বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আব্দুর রব, উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান ও প্রভাষক হামিদ খান, উপজেলার সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমুখ।

চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ছাড়াও ডা. শফিকুর রহমান সকাল দশটায় এক হাজার মহিলাদের উপস্থিতিতে মহিলা সমাবেশ, মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়নের ১৩০০ জন প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন, শমশেরনগর ইউনিয়ন, শরীফপুর ইউনিয়ন ও হাজীপুর ইউনিয়নে সর্বস্তরের জনগণকে নিয়ে মতবিনিময় ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। দিনব্যাপী বিভিন্ন দলীয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ব্যাপক অংশগ্রহণ কুলাউড়া উপজেলায় প্রচুর সাড়া পড়ে।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে মিষ্টি আলুর বাম্পার ফলন

জামায়াতের সিলেট মহানগরীর ৮ ও ৯ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো সহযোগী সদস্য সম্মেলন

বিশ্বনাথে ৩ দিনব্যাপি ভূমি মেলা উদ্বোধন

হাজারো কুয়েতির নাগরিকত্ব বাতিল করছে সরকার

ইসলামী ছাত্র আন্দোলন শাবি শাখার সভাপতি মাহি, সম্পাদক আজাদ

বন্দিবিনিময়ের মধ্যেই ইউক্রেনে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলা, অন্তত ১৩ জনের মৃত্যু

শান্তিগঞ্জে গলায় ওড়না পেঁচানো গৃহবধূর লাশ উদ্ধার

সরকারি চাকরি অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা যে সময়ে যা দরকার সে সময়ে তা করা হয়

খাদিমপাড়ায় এজমালী রাস্তায় দেয়াল, জিম্মি ৬ পরিবার

বিয়ের পর ভাগ্য খুলে গেছে: মেহজাবীন