কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে তিন বোতল বিদেশী মদ, বিশ পিস ইয়াবা বড়ি ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর মীরাবাজারস্থ ফরহাদ খাঁর পুলের আগে YAMAHA শো-রুমের সামনে চেকপোষ্ট বসিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানার দক্ষিন বস্তি চৈলাখেল ইউপির নলজুড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে সিদ্দিক আমীন (২৫) ও বরিশালের গৌরনদী থানার বাটাজোর গ্রামের যতীন্দ্র হালদারের ছেলে শুভ হালদার (২৫)।
জানা যায়, শুক্রবার (২৩ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর মীরাবাজারস্থ ফরহাদ খাঁর পুলের আগে YAMAHA শো-রুমের সামনে সিলেট-তামাবিল সড়কের উপর চেকপোষ্ট বসিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন বোতল বিদেশী মদ, বিশ পিস ইয়াবা বড়ি ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এডিসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সিলেট নগরীর মীরাবাজারস্থ ফরহাদ খাঁর পুলের আগে সিলেট-তামাবিল সড়কের উপর চেকপোষ্ট বসিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মোতাবেক সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪১। আসামীকে বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক প্রেরণ করা হয়েছে।