শনিবার, ২৪ মে ২০২৫
শনিবার, ২৪ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জালিয়াতি করে লন্ডন প্রবাসী স্ত্রীর মোহরানার টাকা ‘আত্মসাতের চেষ্টা’ লিটনের সিলেটে আমীন ও শুভ’র পিকআপে যা পেল পুলিশ দায়িত্বশীলদের দায়িত্বহীনতা - দুইশত কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জে মডেল মসজিদ গুলো আলোর মুখ দেখছে না! দোয়ারাবাজারে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ নিহত কুলাউড়ায় মাদ্রাসার কমিটি গঠনে জালিয়াতি, শিক্ষক গ্রেপ্তার গোয়াইনঘাটে দেড় হাজার কোটি টাকার বালি কার! দোয়ারাবাজারে তুচ্ছ বিষয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত সিলেটে দূষিত পানি ও খাদ্যে বাড়ছে জন্ডিস : স্বাস্থ্যঝুঁকি চরমে ৫ আগস্ট কারা আশ্রয় নিয়েছিলেন সিলেটের সেনানিবাসে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ
advertisement
সিলেট বিভাগ

দায়িত্বশীলদের দায়িত্বহীনতা

দুইশত কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জে মডেল মসজিদ গুলো আলোর মুখ দেখছে না!

দৃষ্টি নন্দন,আকর্ষণীয় ও আধুনিক সুযোগ সুবিধা সংবলিত মডেল মসজিদ নির্মানের ৫ বছর পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ১২টি উপজেলায় ১৩টি মডেল মসজিদের মধ্যে ২টি সম্পূর্ণ হলেও এখনও ১১ মসজিদের কাজ এখনও চলমান রয়েছে। অথছ এই মসজিদ নির্মানের সময় সীমা নির্ধারণ করা ছিল ১৯মাস। এনিয়ে সর্ব মহলে ক্ষোব বিরাজ করছে। তবে দায়িত্ব প্রাপ্ত্য ঠিকাদারের প্রতিনিধিরা বলছেন দ্রুতই কাজ শেষ হবে।
 
আর নির্মাণাধিন মসজিদের পাশের বাসিন্দাগন জানান,নামমাত্র কাজ হচ্ছে। কাজ বন্ধ থাকে বেশি ভাগ সময়। যখন কাজ করে তখন কম শ্রমিক দিয়ে কাজ করা হয়। তাহলে সময় ত লাগবেই। এদিকে দায়িত্বশীলদের দায়িত্বহীনতার কারনেই এখনোও আলোর মুখ দেখতে পারছে না দৃষ্টি নন্দন মডেল মসজিদ গুলো দাবী করেন সাদেক আলীসহ উপজেলার সচেতন মহল।
 
তারা বলেন,আর কবে সম্পূর্ণ করবে তাও বলা কঠিন। কারন ঠিকাদারগন প্রতি বছরেই বলে এই বছর আবার কেউ বলে আগামী বছর। এভাবেই হয় হচ্ছে করে নির্ধারিত সময় সীমা পেরিয়ে অতিরিক্ত সময় গেলেও মসজিদ নির্মাণ কারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
আধুনিক,চিত্তাকর্ষক নিদর্শন ও উন্নত সুযোগ-সুবিধার মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হলে এর সুফল পেত সর্বস্তরের মানুষ। তার জন্য গুরুত্ব সহকারে দায়িত্বশীলগন ঠিকাদারদের কাজ করতে কঠোর পদক্ষেপ নেওয়া দাবী জানান মাওলানা সাবিতুর রহমান।

নির্মাণাধীন মডেল মসজিদ গুলোর বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে,এখনো মসজিদের বিভিন্ন অংশে ইটের গাতনি,আস্তর করা,টাইলস বসানো থেকে শুরু করে দরজা লাগানো,রং করা,বিদ্যুৎ ও পানি সরবরাসহ অনেক কাজ বাকি রয়েছে। এছাড়া ইসলামি সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের অধিকাংশ জিনিসপত্র এখনও আনা হয়নি।
 
জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়,সারাদেশে মোট ৫৬০টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ শুরু হয়। এর মধ্যে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় ১২টি ও জেলা সদরে ১টি মোট ১৩টি মডেল মসজিদ প্রতিটি সাড়ে ১৫কোটি টাকা ব্যয়ে ২ শত কোটি টাকার বেশী ব্যয়ে নির্মিত হচ্ছে। প্রতিটি মসজিদে ইসলামিক ট্রেনিং ও অটিজম সেন্টার,পুরুষ ও মহিলাদের জন্য আলাদা অজু ও নামাজের জায়গা,কনফারেন্স ও গেস্ট রুম,শিশু শিক্ষা,বিদেশী পর্যটকদের আবাসন,মৃত দেহ গোসলের ব্যবস্থা,লাইব্রেরি,গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম,পবিত্র কুরআন হেফজ,অতিথিশালা,হজ যাত্রীদের নিবন্ধন,প্রশিক্ষণ ও ইমামদের প্রশিক্ষণ,ইমাম-মুয়াজ্জিনের আবাসন,সাংস্কৃতিক কেন্দ্রসহ ফুলের বাগান থাকবে।

এই বিষয়ে তাহিরপুর উপজেলা সদরে নির্মাণাধীন মডেল মসজিদের দায়িত্বে থাকা বিশ্বাস বিল্ডাসের মহসিন আহমেদ জানান,মডেল মসজিদটি গত ০৩,০৪,২০১৯ সালে কাজ শুরু করে ১৮মাসের মধ্যে নির্মাণ করার কথা ছিল। এর মধ্যে জায়গা নিধারন, মসজিদ ভাংঙ্গা,পুকুর ভরাট,করোনা,বন্যা, ফান্ডের সমস্যাসহ নানান জটিলতা কাজ শুরু হয় ২০২০সালে কাজ শুরু হয়। ৭০পারসেন্ট কাজ হয়েছে বলে তিনি দাবী করে জানান,চলতি বছরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন তিনি।

তবে এলাকাবাসী ও উপজেলার সচেতন মহল বলছেন তাদের কাজে ৪ -৫ জন শ্রমিক আছে। এবাবে কাজ করলে বাকী যে কাজ আছে তা আগামী ১০ বছরেও শেষ করতে পারবে না।

জামায়াতে ইসলামী তাহিরপুর শাখার আমির রুকন উদ্দিন বলেন,আমাদের তাহিরপুরে মডেল মসজিদের কাজের সময় সীমা শেষ হলেও এখনও কাজ চলমান অথছ আরো আগেই নির্মান কাজ শেষ করার কথা ছিল।
 
ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ উপ-পরিচালক মোশারফ হোসেন জানান,নির্ধারিত সময়ে মডেল মসজিদের কাজ শেষ না হওয়ায় আমরা সরকারের ওপর মহলকে একাধিকবার লিখিত ভাবে জানিয়েছিলাম,কিন্তু কোন কাজ হয়নি। আমাদের পক্ষ থেকে দ্রুত শেষ করার দাবী জানাই।

এবিষয়ে গণপূর্ত অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হিরা জানান,জেলায় ১২টি উপজেলায় ১২টি ও জেলা শহরে ১টি মোট ১৩টি মসজিদ নির্মানে ২ শত ১ কোটি ৫০লাখ টাকা ব্যয়ে কাজ শুরু হয়। সুনামগঞ্জ সদর ও জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হস্তান্তর করা হয়েছে। ঠিকাদাররা  কাজ দ্রুত না করায় বাতিল করে নতুন করে দায়িন্ত দেয়সহ নানান কারনেই মডেল মসজিদ নির্মানে দেরী হয়েছে। তবে এই পর্যন্ত কোনটিতে ৫০,কোনটিতে ৬০পাসেন্ট কাজ হয়েছে,সে হিসাবে ৬৫ পাসেন্ট কাজ হয়েছে। আগামী অর্থ বছরেই কাজ শেষ হবে।

এই সম্পর্কিত আরো

জালিয়াতি করে লন্ডন প্রবাসী স্ত্রীর মোহরানার টাকা ‘আত্মসাতের চেষ্টা’ লিটনের

সিলেটে আমীন ও শুভ’র পিকআপে যা পেল পুলিশ

দায়িত্বশীলদের দায়িত্বহীনতা দুইশত কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জে মডেল মসজিদ গুলো আলোর মুখ দেখছে না!

দোয়ারাবাজারে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ নিহত

কুলাউড়ায় মাদ্রাসার কমিটি গঠনে জালিয়াতি, শিক্ষক গ্রেপ্তার

গোয়াইনঘাটে দেড় হাজার কোটি টাকার বালি কার!

দোয়ারাবাজারে তুচ্ছ বিষয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিলেটে দূষিত পানি ও খাদ্যে বাড়ছে জন্ডিস : স্বাস্থ্যঝুঁকি চরমে

৫ আগস্ট কারা আশ্রয় নিয়েছিলেন সিলেটের সেনানিবাসে

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ