সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষ হয়েছে। এতে পণ্ড হয়েছে পুলিশের অভিযান। বৃহস্পতিবার (২২ মে) সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার পিডিবি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে।
এসময় বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে অটোরিকশার এক চালক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে এঘটনায় দুই দফায় প্রায় ঘন্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন ব্যাটারিচালিত ও অটোরিকশা শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সী গেইটের পাশে পিডিবি পয়েন্টে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান পরিচালনা করে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এসময় কয়েকটি ব্যাটারিচালিত জব্দ করা হয়। খবর পেয়ে মেডিকেল রোড, নবাব রোড, শামীমাবাদ ও বাগবাড়ি এলাকা থেকে শতাধিক ব্যাটারিচালিত রিকশাচালক এসে জড়ো হন পিডিবি পয়েন্টে। এসময় তারা পুলিশের অভিযান বন্ধে প্রতিবাদ জানান। এক পর্যায়ে তারা মেডিকেল-মদিনা মার্কেট রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের অভিযান পণ্ড হয়ে যায়।
অবরোধের সময় একজন সিএনজিচালিত অটোরিকশা মদিনা মার্কেটের দিকে যাওয়ার চেষ্টা করলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা বাঁধা দেন। এক পর্যায়ে তাকে মারধর করে গাড়ি ভাঙচুর করেন। এসময় আরও কয়েকজন অটোরিকশাচালক এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়।
পরে সিএনজিচালিত অটোরিকশা চালকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করলে দু'পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এসএমপির অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহামদ সাইফুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করছিল। এসময় তারা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে। এক পর্যায়ে সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে তাদের সংঘর্ষ বাধে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।