শুক্রবার, ২৩ মে ২০২৫
শুক্রবার, ২৩ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭০বোতল ফেন্সিডিলসহ আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জে মাদকসামগ্রী ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। এসময় অভিযানে তার কাছ থেকে ১৭০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।  

 

 গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, কোম্পানীগঞ্জ থানার লাচুখাল গ্রামের ফারুক মিয়ার ছেলে জজ মিয়া (২৭)।

 

বৃহস্পতিবার (২২মে) দুপুরে সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

 র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১ মে দিবাগত রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন পশ্চিম ইসলাম উইনিয়নের রোড়দের এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৭০ বোতল ফেন্সিডিল ও পরিবহনের জন্য ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জন্দ করা হয়েছে। 

 

র‌্যার আরও জানায়, গ্রেফতারকৃত জজ মিয়া ও জব্দকৃত মাদকসামগ্রী কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।

 

 এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সিলেটে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এই সম্পর্কিত আরো