বিয়ানীবাজারে ঘাতক ট্রাকের ধাক্কায় আরো একজন কলেজ শিক্ষার্থীর কেড়ে নিল প্রাণ। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতুর উপকণ্ঠে দুবাগ ইউনিয়নে। ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরো কলেজ শিক্ষার্থী সায়েম আহমদ ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনায় আহত সায়েমের সহপাঠীকে সিলেট প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, কলেজে লেখাপড়ার পাশাপাশি চারখাইয়ে নলেজ একাডেমিতে কাজ করতো সায়েম আহমদ। চারখাই থেকে দুবাগ স্কুল এন্ড কলেজে আসার পথে তাদের মোটর সাইকেলে ট্রাক ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের এনাম উদ্দিনের প্রথম সন্তান সায়েম আহমদ সৈয়দ নবীব আলী কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। ট্রাক চাপায় তার মৃত্যুর সংবাদ শোনে সহপাঠী, স্বজনসহ নিকট আত্মীয়রা ঘটনাস্থলে আসলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটর সাইকেলের মধ্যভাগে বসা ছিল সায়েম।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক জব্দ করলেও চালক ও সহকারি পালিয়ে যায়। লাশের সুরতহাল সম্পন্ন করার পর ময়না তদন্তের জন্য সিলেট প্রেরণ করার কথা জানান দায়িত্বশীলরা।