নাম তার আব্দুল জব্বার (৫২)। তবে বৃহত্তর সিলেটজুড়ে তিনি কুখ্যাত জব্বার ডাকাত নামে। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের খাঁচায় পুরা হয়েছে তাকে।
বৃহস্পতিবার (২২ মে) রাতে ছাতক থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷ আব্দুল জব্বার উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।
শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে খাঁচায় পুরা হয়। তিনি ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( বুধবার দিবাগত) রাতে থানা পুলিশ ও র্যাব-৯ এর সহায়তায় ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এই আসামীকে ছাতক থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।