সুনামগঞ্জের শান্তিগঞ্জে গনিগঞ্জ গ্রামের পুলিশ কনস্টেবল জুনাইদ আহমদ আল আমিন কর্তৃক শিমুলবাঁক গ্রামের প্রবীণ মুরব্বি আজহার আলীকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও হয়রানিমূলক স্ট্যাটাস দিয়ে মানহানি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২১ মে) দুপুরে উপজেলার গনিগঞ্জ বাজারে শান্তিপ্রিয় শিমুলবাঁক গ্রাম ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়, বিচার চাই, বিচার চাই, আল আমিনের বিচার চাই' এরকম নানা স্লোগান দেন এলাকাবাসী৷
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে আজহার আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ আকিকুর রহমান বলেন, আমার বাবা একজন বয়োবৃদ্ধ মানুষ৷ এই বয়সে তাকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও হয়রানিমূলক স্ট্যাটাস দিয়ে পুলিশ কনস্টেবল আল আমিন যে মানহানি করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি অসুস্থ মানুষ এই ঘটনার পর থেকে আরও অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি বলেন, কনস্টেবল আল আমিন ফ্যাসিস্ট সরকারের আমলে চাকরি নিয়েছে৷ সে ফ্যাসিস্টের সহযোগী। ৫ আগস্টের পর একজন সৈরাচার পুলিশের মাধ্যমে আমার বাবার হয়রানি, মান সম্মান ক্ষুন্ন হয়েছে যা মেনে নেয়ার মতো না৷ আমি প্রশাসনের কাছে জোর দাবী জানাবো অনতিবিলম্বে পুলিশ কনস্টেবল আল আমিনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক৷ অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।
ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, একজন পুলিশ কনস্টেবল আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বীর যে মানহানি করেছেন তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে৷ আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে ওই পুলিশ সদস্যকে আইনের আওতায় আনা হোক।
শিমুলবাঁক গ্রামের জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, মাসুদ মিয়া, কামরুল ইসলাম, ফারুক আহমদ, জিতু মিয়া প্রমুখ৷ এসময় জেলা যুবদলের সদস্য আব্দুল মজিদ, সাবেক মেম্বার আব্দুল তালিব, নুরুল হক, শের আলী, ফরিদ মিয়া, মুক্তাদির তালুকদারসহ শিমুলবাঁক গ্রামসহ এলাকার শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।