শনিবার, ২৪ মে ২০২৫
শনিবার, ২৪ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বৃষ্টিতে জলাবদ্ধতা, আছে বিড়ম্বনাও

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে সিলেট নগরীজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে সিলেটে ঘন্টায় ৪৫-৬০ কিমি বেগে বা এর অধিক গতিবেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার(২০ মে) সকাল থেকে মুশলধারায় বৃষ্টিতে সিলেট নগরীর পীরমহল্লা, দরগাহ গেইট, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, মেজরটিলাসহ বেশ কিছু গুরুত্বপুর্ণ সড়কে পানি জমে ভোগান্তি সৃষ্টি হয়েছে। 

এদিকে সকাল থেকে স্কুল-কলেজ, মাদরাসা ও অফিসগামী মানুষজন বের হয়ে বৃষ্টি বিড়ম্বনার শিকার হতে দেখা গেছে। 

সরেজমিনে সিলেট নগরের এম এ জি ওসমানি মেডিকেল হাসপাতাল ঘুরে দেখা যায় সামনের অংশ বৃষ্টিতে তলিয়ে গেছে যেখানে ভোগান্তী পোহাতে হচ্ছে সাধারণ মানুষ থেকে সেবা নিতে আসাদের।

প্রসঙ্গত,সিলেটসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে ঝড়ের গতিবেগ ওঠে যেতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত। মঙ্গলবার (২০ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, রাজশাহী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 

এই সম্পর্কিত আরো