দৈনিক সবুজ সিলেট পত্রিকার অনলাইন ও প্রিন্ট সংস্করণে আজ রোববার (১৯ মে) প্রকাশিত ’ইউনুছ আলীতে ‘জিম্মি’ জনস্বাস্থ্যের গোয়াইনঘাট কার্যালয়’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের ভিন্নমত প্রকাশ করেছেন গোয়াইনঘাটের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইউনুছ আলী।
তিনি এক প্রতিবাদলিপিতে জানান, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন, মির্থ্যা ও বানোয়াট। একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার লিপ্ত হয়ে সংবাদপত্র ও সাংবাদিকদের ভুল তথ্য প্রদান করে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এতে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। বিঞ্জপ্তি