সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে আইসিটি সামগ্রী মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
গত রবিবার (১৮ মে) মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত মাসিক সমন্বয়সভা শেষে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইসিটি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন, মধ্যনগর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমারঞ্জন সরকার ও মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাকী তালুকদার প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও শিক্ষক অজয় রায় এর সঞ্চালনায় আলোচনাসভা শেষে অতিথিগণ মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র তালুকদারকে ১টি ল্যাপটপ, চামরদানী ইউনিয়নে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমারঞ্জন সরকার ও মধ্যনগর ইউনিয়নে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাকী তালুকদারকে ১টি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করে আইসিটি সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
পরে মধ্যনগর ও চামরদানী ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়। উপজেলার দক্ষিণ ও উত্তর বংশীকুন্ডা ইউনিয়নেও পর্যায়ক্রমে আইসিটি সামগ্রী বিতরণ করা হবে।
এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা,সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।