শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাপা প্রার্থীদের চূড়ান্ত দৌড়: ওলটপালট হতে পারে নির্বাচনী অঙ্ক বাংলার লুথার কিং খুলল বাণিজ্যের নতুন দুয়ার: সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দরের আনুষ্ঠানিক পথচলা শুরু গোলাপগঞ্জে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক; নামে রয়েছে ১৩টি মামলা সিলেট-৫ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুদ্দীন খালেদ চুনারুঘাটে র‍্যাবের অভিযান: ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুলাউড়ায় কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন সিলেটে থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা বাড়ছে, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম চুনারুঘাটে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন তাহেরী জৈন্তাপুরে ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে বড়দিন উদযাপন; ওসির শুভেচ্ছা বিনিময়
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে সরকারি জমিতে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার-টেংরাটিলাবাজারে সড়কের পাশে দুটি স্থানে সরকারি জমি দখল করে খামার ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শান্তিপুর ও গিরিসনগর এলাকায় এসব ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার কারণে ভোগান্তিতে পড়েছেন তাঁরা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গিরিসনগরের বাসিন্দা ব্যবসায়ী আতাউর রহমান ফরাজী দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে খামার ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন। এ বিষয়ে শান্তিপুর গ্রামের বাসিন্দাদের কয়েকজন, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুদ মিয়া ও আবদুল আউয়াল পৃথকভাবে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তাঁরা বলেন, দোয়ারাবাজার উপজেলা সদর থেকে টেংরাটিলা গ্যাস ফিল্ড এলাকায় যাতায়াতের সড়কসংলগ্ন শান্তিপুর এলাকায় সরকারি জমি দখল করে আতাউর রহমান একটি পোলট্রি খামার গড়েছেন। সড়কটির পূর্ব দিকে তাঁর পোলট্রি খামারের পাশে স্থানীয় একটি মসজিদ আছে। সেখান থেকে আসা দুর্গন্ধে মুসল্লিদের সমস্যা হচ্ছে।

আরেক অভিযোগে বলা হয়, গিরিসনগর গ্রামে খৈয়াজুরি বিলের পানিনিষ্কাশনের খালে মাটি ফেলে ভরাট করে মাছের ঘের করা হয়েছে। এতে পানি চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে এবং কৃষিজমিতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন বলেন, ‘আমার জমিতে হাওরের পানি জমে থাকে। পানি নামতে না পারায় ধান কাটার সময় সমস্যা হয়।’শান্তিপুর এলাকায় সরকারি জমিতে গড়ে তোলা মাছ ও পোলট্রি খামার।

এলাকাবাসী জানান, ‘সরকারি জমি দখল করে ব্যক্তিগত ব্যবসা করা এবং মানুষের ভোগান্তি বাড়ানো ঠিক নয়। আমরা দ্রুত দখলমুক্তির দাবি জানাচ্ছি।’সরকারি জমির অবৈধ দখলের বিষয়ে একটি প্রতিবেদন তৈরির কথা জানিয়ে দোয়ারাবাজার উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার রিপন চাকমা বলেন, ‘বিষয়টি নিয়ে আমি একটি প্রতিবেদন জমা দিয়েছি। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আতাউর রহমান। তিনি বলেন, ‘সরকারি জমি দখলের অভিযোগ সত্য নয়। যেসব জায়গায় খামার করেছি, এগুলোর বেশির ভাগই আমার মালিকানাধীন। একটি প্লট নিয়ে সমস্যা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।’

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অরুপ রতন বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

জাপা প্রার্থীদের চূড়ান্ত দৌড়: ওলটপালট হতে পারে নির্বাচনী অঙ্ক

বাংলার লুথার কিং

খুলল বাণিজ্যের নতুন দুয়ার: সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দরের আনুষ্ঠানিক পথচলা শুরু

গোলাপগঞ্জে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক; নামে রয়েছে ১৩টি মামলা

সিলেট-৫ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুদ্দীন খালেদ

চুনারুঘাটে র‍্যাবের অভিযান: ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুলাউড়ায় কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটে থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা বাড়ছে, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

চুনারুঘাটে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন তাহেরী

জৈন্তাপুরে ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে বড়দিন উদযাপন; ওসির শুভেচ্ছা বিনিময়