মোছাঃ হামিদা খাতুন দীর্ঘ ২২ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন হাজী কালা গাজী সরকারি প্রথমিক বিদ্যালয়ে। নিজের সংসারের মত আগলে রেখেছেন প্রিয় প্রতিষ্ঠানটিকে। নিজ বুদ্ধি গুণে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি। জড়িয়ে পড়েন মায়ার বন্ধনে। গতকাল সোমবার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ হামিদা খাতুন এবং সহকারী শিক্ষক রেনুকা রায়কে ফুলের মালা পড়িয়ে বিদায় দেন বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার শিক্ষানুরাগীগণ।
দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের দিনে কান্নায় ভেঙ্গে পড়েন উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী সাচনা বাজারে হাজী কালা গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হামিদা খাতুন ও রেনুকা রায়। এসময় প্রিয় শিক্ষকদের বিদায়ে অশ্রুসজল নয়নে কাঁদেন শিক্ষার্থী সহ উপস্থিত অন্যরাও। অনুষ্ঠান শেষে ফুলের মালা ও ক্রেস্ট প্রদান করা হয়। মোছাঃ হামিদা খাতুন ২০০৩ সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। তার হাত ধরেই টিন সেট ঘর থেকে ৩ টি নতুন ভবণ গড়ে উঠে। এই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিদায় উপলক্ষে দিন ব্যাপী চলে নানা আয়োজন।
বিদায়ী প্রধান শিক্ষক মোছাঃ হামিদা খাতুন বলেন, এই বিদ্যালয়টি ছিল আমার পরিবারের মত। মনে হতো এটাই আমার সব কিছু। বিদ্যালয়ের গাছপালা, লতাপাতাও আমার সঙ্গে জড়িয়ে আছে। আমার সময়ে বিদ্যালয়ের ১০ শতাংশ জায়গা অবৈধ দখলদারদের হাত থেকে উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস ও ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় উদ্ধার করে সীমানা প্রাচির গড়েছি। অনুষ্ঠানে দুই শিক্ষকে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করে কোমলমতি শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকবৃন্দ। পরে একে একে বিভিন্ন মহলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এডহক কমিটির আহ্বায়ক সহকারী শিক্ষা কর্মকর্তা ফারজেল হোসেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জহিরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আসাদ আল আজাদ, সাবেক প্রধান শিক্ষক বিদ্যুৎজ্যোতি চক্রবর্তী, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন তালুকদার, আলী আক্কাস সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র/ছাত্রী অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি পীযুষ কান্তি মজুমদার বলেন, এই অঞ্চলে শিক্ষা ক্ষেত্রে এই বিদ্যালয়টি বড় ধরণের ভূমিকা রেখেছে। আজকের বিদায়ী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের স্নেহ-মায়ায় অনেক শিক্ষিত মানুষ তৈরি হয়েছে। যারা এখন বিভিন্ন পর্যায়ে দেশ সেবায় নিয়োজিত রয়েছেন। আমি উনাদের সর্বাঙ্গীণ মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।