হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। রোববার (১৮ মে) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। তবে আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।’
পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে সহায়তা করছেন। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম বা গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।