সুনামগঞ্জে পৃথক অভিযানে ৩শ'৮ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রবিবার (১৮ মে) সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও ও জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের তিলুরাকান্দি এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের হবিপুর এলাকার মৃত শুকুর আলীর ছেলে ওমর আলী (৫১) ও তার সহযোগী জেলার দোয়ারাবাজার উপজেলার রামপুর এলাকার মৃত সুনু তালুকদারের ছেলে শাহজাহান তালুকদার (৪৪)।
র্যাব সূত্র জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল রবিবার (১৮ মে) সুনামগঞ্জের কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় এবং জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউপির তিলুরাকান্দি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এসময় জেলার ব্রাহ্মণগাঁও এলাকায় থেকে ৭৪ বোতল বিদেশী মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়।এদিকে, ভোর সোয়া ৪টায় দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের তিলুরাকান্দি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ২টি প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে ২শ’ ৩৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র্যাব-৯।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো.মশিহুর রহমান সোহেল বলেন, সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩শ’ ৮ বোতল বিদেশী মদসহ ২জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।