রবিবার, ২৫ মে ২০২৫
রবিবার, ২৫ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মানসিক স্বাস্থ্যের আলো এবার পৌঁছালো গ্রামে

একটি দূর-দূরান্তের প্রত্যন্ত গ্রাম যেখানে এখনো মানসিক রোগ মানে অনেকের কাছে ভুত-প্রেত, বাতাস লাগা কিংবা অশরীরী ছায়ার নাম। যেখানে চিকিৎসা মানেই ফুঁ দেওয়া, তেল পড়া, তাবিজ কিংবা বেত দিয়ে পেটানো।

শনিবার (১৭ মে) মৌলভীবাজারের কুলাউড়ায় বেলা ১১টায় এই রকম একটি সহজ-সরল মানুষের গ্রামে অনুষ্ঠিত হলো বিনামূল্যের মানসিক স্বাস্থ্য ক্যাম্প ও সচেতনতামূলক আলোচনা সভা। এনজিও প্রচেষ্টা ও এসোসিয়েট প্রফেসর ডা. সাঈদ এনাম এর যৌথ উদ্যোগে প্রচেষ্টা রবিরবাজার কার্যালয়ে প্রচুর মানুষ এসেছেন কেউ নিজের জন্য, কেউ প্রিয়জনের জন্য। কারো স্বজন দীর্ঘদিন ধরে ভুগছেন, অথচ কেউ জানতেনই না এটি মানসিক রোগ। কেউ জানতেন, কিন্তু শহরে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য ছিল না।

এই ক্যাম্প ছিল শত শত মানুষের ভালোবাসায় মুখরিত। অনেকের জন্য নতুন আশার আলো কারও কারও চোখে মুখে ছিল বিস্ময়ের ছাপ, আবার কারও চোখে স্বস্তির জল। কেউ বললেন, “এই প্রথম বুঝলাম, আমার ছেলেটার যা হয়েছে, তা আসলে একটা চিকিৎসাযোগ্য সমস্যা।”

আর এসব চমৎকার, জনসচেতনতা ও জনসেবামুলক কাজ গুলোর নায়ক হলেন আমাদের কুলাউড়ার সন্তান এসোসিয়েট প্রফেসর ডা. সাঈদ এনাম । তিনি  বলেন এই আয়োজন শুধু একটি চিকিৎসা ক্যাম্প ছিল না এটি ছিল সচেতনতার, সহানুভূতির, আর একসঙ্গে এগিয়ে যাওয়ার একটি সৎ প্রয়াস। একটি ভালো উদ্যোগ যখন মানুষের জীবনে আলো ছড়িয়ে দেয়, তখন সেটাই হয়ে ওঠে পরিবর্তনের গল্প। আমাদের এমন প্রয়াস আগামীতে অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো