সিলেটের বিশ্বনাথে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শনিবার (১৭ মে) পনা উল্লা বাজার বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন স্থানীয় আহসান উল্লাহ একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। ৪টি পদে ৮ প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। সকাল ১০ টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট গ্রহন শেষে বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার ও বড়তলা মাজহারিয়া দাখিল মাদ্রাসার সুপার নজমুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পনা উল্লাহ বাজার বনিক কল্যাণ সমিতির উপদেষ্ঠা আজাদ মেম্বার, আব্দুর রব সরকার, গিয়াস উদ্দিন, ইছাক আলী, কামরান আহমদ, গোলাপ মিয়া, ছৈদ আলী প্রমুখ।
পনা উল্লাহ বাজার বনিক কল্যাণ সমিতির নির্বাচনে অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (সাবেক) সভাপতি পদে নাজমুল ইসলাম রুহেল, সহসাধারণ সম্পাদক পদে নুরুল আলম, সদস্য পদে আব্দুস সালাম, মছব্বির আলী ও স্বপন মিয়া বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন ।
নির্বাচনে সহসভাপতি, সাধারণ সৎম্পাদক, সাংগঠনিক সৎম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহসভাপতি পদে ইছবর আলী (হরিণ প্রতিকে) ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদন্ধি কমর আলী (মোবাইল ফোন প্রতিকে) পেয়েছেন ৫১ ভোট। সাধারণ সম্পাদক পদে নাজমুল ইসলাম (ফুটবল প্রতিকে) ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদন্ধি আব্দুল করিম (কাপ-পিরিছ প্রতিকে) ৭১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে সেবুল আহমদ (মই প্রতিকে) ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদন্ধি মুনছুর আলী (টিউবওয়েল প্রতিকে) ৬৩ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে নজির মিয়া (বই প্রতিকে) ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদন্ধি আমিন মিয়া (চশমা প্রতিকে) ৭০ ভোট পেয়েছেন।