রবিবার, ১৮ মে ২০২৫
রবিবার, ১৮ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

নতনু দায়িত্বে সুনামগঞ্জের মাহবুব

রাজধানী ঢাকায় ২৭ও ২৮মে  অনুষ্ঠিতব্য "তারুণ্যের রাজনীতি ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার" এবং "তারুণ্যের রাজনীতি  অধিকার প্রতিষ্ঠার  সমাবেশ" সফলে শাহজালালের পূর্ণভূমি আধ্যত্বিক নগরী  সিলেট বিভাগের দায়িত্ব পেয়েছেন সিলেটের তিন যুবদল নেতা।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়েছে।  এতে সমন্বয়কের দায়িত্বে আছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সন্তান কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয়  কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান। সিলেট বিভাগের জেলা ও মহানগর সহ নেতা কর্মীদের সাথে সমন্বয় করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম নয়ন, মৌলভীবাজার জেলার  যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল ও সিলেট জেলার মোঃ মকসুদ আহমদ, যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান কে সহ সমন্বয়কের দায়িত্ব  প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় যুব দলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া ১৫মে ২০২৫ স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, মাহবুবুর রহমান যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করেছেন।


সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের কৃতিসন্তান  মাহবুবুর রহমান এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় নিজ উপজেলা সহ বিভিন্ন উপজেলার যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) আনন্দসহ অভিনন্দন জানিয়েছে।

এই সম্পর্কিত আরো