শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে উপদেষ্টা সাখাওয়াত

জাতীয় নির্বাচন হবে কি না, সেটি আমার বিষয় না

নির্বাচন হবে কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ বিষয়ে দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি), তাঁর নয়।

শনিবার (১৭ মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দফতরে চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন হবে কি না, সেটি আমার বিষয় না। নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা, তারা করবেন। নির্বাচন কমিশন আছে, তারা দেখবে। এটি আমার দায়িত্ব না, তাই আমার কোনও মাথাব্যথা নেই।’

সভায় চা শ্রমিকদের আর্থিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, বর্তমান বেতন-ভাতা যথেষ্ট নয়। তবে উৎপাদন ব্যয়ের তুলনায় চায়ের দাম অকশনে কম পাওয়ায় মালিকরা আর্থিক সংকটে রয়েছেন।

‘মালিকদের পকেটে যদি টাকা না থাকে, তবে জোর করে বেতন-ভাতা আদায় করা সম্ভব নয়,’ — বলেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন, শ্রম অধিদফতরের অতিরিক্ত পরিচালক শাহ আব্দুল তারিক, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কমিটির প্রধান উপদেষ্টা তপন দত্ত, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজার, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, জুড়ি ভ্যালির সহসভাপতি শ্রীমতি বাউরি, গীতা রানী কানু, লক্ষ্মী গোয়ালা প্রমুখ।


চা শ্রমিক ইউনিয়নের নেতারা তাদের নির্বাচনসহ নানা সমস্যা তুলে ধরেন।

এর আগে এম সাখাওয়াত হোসেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত শিশুশ্রম নিরসন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এই সম্পর্কিত আরো