জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক ফয়জুুর রহমান শেরনকে আটক করেছে থানা পুলিশ ।
শুক্রবার (১৬ মে) অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে জামালগঞ্জ থানার এসআই(নিঃ)পঙ্কজ ঘোষ, সুপ্রাংশু দে দিলু, এএসআই (নিঃ) গোলাম কিবরিয়া, সুমন চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ জামালগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশনে জেলা ছাত্রলীগের উপ ছাত্র বিষয়ক সম্পাদক শেরনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।