কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবকদের একত্রিত করে "জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদ" নামের একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৬ মে) বিকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ইউনিয়নের ৩২ টি গ্রাম থেকে শতাধিক তরুণ-যুবক অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতিক্রমে বিএনপি নেতা মইনুল হক বকুলকে চেয়ারম্যান এবং যুবদল নেতা হেলাল আহমদকে জেনারেল সেক্রেটারি মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, ভাইস চেয়ারম্যান- নিজাম উদ্দিন জাবেদ, সাইফুল ইসলাম কাদির, আশরাফুল হক ও সাইফুল ইসলাম। সহ জেনারেল সেক্রেটারি- দুলাল আহমদ, রাহুল আহমদ দুলাল, জুনেদ আহমদ ও আবুল কালাম রাসেল। কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, সহ কোষাধ্যক্ষ শেখ সালাউদ্দিন, সাংগঠনিক রুবেল আহমদ, সহ সাংগঠনিক শামসুল আরেফিন ও লাভলু আহমদ, দপ্তর সম্পাদক শাহানুর আহমদ, সহ দপ্তর সম্পাদক সবজুল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ইমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আহাদ মারুফ, প্রবাসী সম্পাদক দুলাল হোসাইন (ফ্রান্স), জায়েদুল হক মুকুল (ইতালি) এবং হোসাইন আহমদ সিপু (কাতার)।