মৌলভীবাজারের রাজনগরে গাজাসহ একজনকে আটক করেছে রাজনগর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার পুলিশ
উপজেলার মহলাল এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হান (২৯) নামে এক মাদকসেবীকে আটক করে। এসময় ২০০ গ্রাম গাজা জব্দ করা হয়েছে। এেিদক পুলিশের অভিযান টেরপেয়ে মাদক ব্যবসায়ী জাবেদ মিয়া (৪৫) পালিয়ে যায়। এব্যাপারে রাজনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
ঘটনাটি ঘঠে বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর মহলাল গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনসুনগর ইউনিয়নের উত্তর মহলাল গ্রামের জাবেদ মিয়া দীর্ঘদিন থেকে গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এতে এলাকার তরুণ যুবকরা বিপথগামী হচ্ছে। বৃহস্পতিবার রাতে মহলাল গ্রামের ইন্তাজ মিয়ার ছেলে মাদককারবারী জাবেদ মিয়ার (৪৫) বাড়িতে কামারচাক ইউনিয়নের খাস প্রেমনগর গ্রামের সিকন্দর মিয়ার ছেলে আবু রায়হান গাজা ক্রয় করতে যায়। গোপন সুত্রে খবর পেয়ে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) প্রদ্যোৎ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় আবু রায়হানের কাছে ৫০ গ্রাম গাজা ও জাবেদ মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম গাজা আটক করে।
অভিযানের বিষয়টি টের পেয়ে জাবেদ মিয়া পালিয়ে যায়। এব্যাপারে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) প্রদ্যোৎ রায় বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
এব্যপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদুল হাসান খান বলেন, রাজনগর থানার এসআই প্রদ্যোৎ রায় বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন। আটক আবু রায়হানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যাবসায়ী জবেদকে আটকের চেষ্টা চলছে।