শুক্রবার, ১৬ মে ২০২৫
শুক্রবার, ১৬ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায অর্ধকোটি টাকা মুল্যের সরকারি দীঘি উদ্ধার

কুলাউড়ার টিলাগাও ইউনিয়নের বাংলাবাজারের বিজলি মৌজায় অবস্থিত ৬২ শতকের অর্ধকোটি টাকা মুল্যের সরকারি পুকুর একজন ইসকন সদস্যের কবল থেকে দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসময় পুকুর হতে মাছ ধরে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। 

১৫ মে (বৃহস্পতিবার) বিকেলে কু্লাউড়া সহকারী কমিশনার(ভূমি) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বিজলী মৌজায় বিশাল একটি সরকারি দীঘি পুরঞ্জীত শর্মা নামে একজন ইসকন সদস্য বিগত ১০ বছর থেকে জবর দখল মাছ চাষ করে আসছিলেন। প্রশাসন কাগজ পত্রাদি দেখতে চাইলে তিনি ভুয়া লীজের কাগজ দেখান। পরে সরকারী নতি পর্যালোচনা করে দেখা যায় ৬২ শতাংশ আয়তনের দীঘিটির মালিক বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক। তাই অভিযান পরিচালনা করে দীঘিটি উদ্ধার এবং দীঘির মাছ আহরন করে ওপেন নিলামের মাধ্যমে মাছ বিক্রি করে ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

এব্যাপারে সহকারী কমিশনার(ভুমি) জহুরুল হোসেন জানান, সরকারি খাস জমি যাদের দখলে রয়েছে তাদের বিরুদ্বে অভিযান চলবে।

এই সম্পর্কিত আরো