শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জের তানভীর সার্কের পরিচালক নিযুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জের তানভীর আহমেদ তরফদার এশিয়ার আঞ্চলিক সংস্থা (সার্ক) এর পরিচালক নিযুক্ত হয়েছেন। তিনি উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পরানধর গ্রামের মরহুম মোদারিছ আহমেদ তরফদারের ছেলে।

জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সাবেক কর্মকর্তা তাঁর পিতার কর্মস্থল জামালপুর জেলায় থাকায় জন্মগ্রহন করেন সেখানে। তিনি সিলেটের কাজলশাহস্থ রাধারাণী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করে সিলেট ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। 

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করার পর যুক্তরাজ্যের King's College London থেকে Conflict, Security & Development বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। 

তানভীর আহমেদ তরফদার একাডেমিক শিক্ষা জীবন সমাপ্ত করে ঢাকা ব্যাংক কর্মকর্তা হিসাবে কর্মজীবন শুরু করেন। পরে লিডিং ইউনির্ভাসিটির প্রভাষক নিয়ুক্ত হয়ে বিসিএস উত্তীর্ণ হন। ২০১৩ সালে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে (বিসিএস) যোগদান করেন। তিনি অস্ট্রিয়া দূতাবাস ও স্থায়ী মিশনে যোগদানের পূর্বে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

এই সম্পর্কিত আরো