গোলাপগঞ্জে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজগাঁও গ্রামে ঘটে। বুধবার সকালে স্থানীয় লোকজন গ্রামের একটি গাছের সাথে ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা রাতের আঁধারে কেউ তাকে মেরে লাশটি গাছের সাথে ঝুলিয়ে রেখে গেছে। তবে, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানিয়েছেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, লাশের পরিচয় শনাক্তে পুলিশ কাজ চলছে।