শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও ছাতা বিতরণ

সিলেটের বিশ্বনাথে বুধবার (১৪ মে) দুপুরে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে ও আলতাফ-আফিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও অস্বচ্ছল ৮৭ জন শিক্ষার্থীদের মধ্যে ছাতা ও বৃত্তি বিতরণ করা হয়েছে। বিদ্যালয় হলরুমে ছাতা ও বৃত্তি বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মোজাম্মেল হক। 

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের গভর্নিং বড়ির সাবেক সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমীর কান্তি দে’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃনাল কান্তি সিকদার, গভনির্ং বডির সাবেক সভাপতি আব্দুল মান্নান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, আলতাফ-আফিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি টিপু আলী, সহসভাপতি মফিক মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী আব্দুল জলিল রবান, আখলাকুর রহমান, আলতাফ-আফিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের সদস্য নেছার আহমদ মুজিব, সমাজকর্মী শওকত আলীসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

এই সম্পর্কিত আরো