জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে জাসাস সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আজ এক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অংগসংগঠন এর নেতৃবৃন্দের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।
প্রতিবাদী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ সিদ্দিকি,মহানগর বিএনপির সভাপতি জনাব রেজাউল হাসান লোদি,জেলা বিএনপির সাধারন সম্পাদক জনাব এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমান নেতৃবৃন্দ
এই কর্মসূচির মাধ্যমে জাসাস জাতীয় গৌরব রক্ষায় সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরণের দেশাত্মবোধক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।