বুধবার, ১৪ মে ২০২৫
বুধবার, ১৪ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জনদুর্ভোগ লাগবে কর্তৃপক্ষকে রাস্তা সংস্কারের দ্রুত প্রদক্ষেপ নেয়া প্রয়োজন : মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনদুর্ভোগ লাগবে সিলেটের বিভিন্ন রাস্তা সংস্কারের দ্রুত প্রদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সিসিকের ৩৮নং ওয়ার্ডেও চারুগাঁও ও সাহেবেররাগাঁওসহ বিভিন্ন এলাকার রাস্তার অবস্থা বেহাল থাকায় স্থানীয় জনগণকে পাহাতে হচ্ছে চরম দুর্ভোগ। হাজার হাজার মানুষ, বিভিন্ন যানবাহন প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। যার ফলে জনগন জনদুর্ভোগ ভোগান্তি পোহাতে হচ্ছে। সিলেটের বিভিন্ন রাস্তা সংস্কার অভাবে এখন অবহেলায় অযত্নে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে মানুষ চলাচলে দুর্ভোগের চরম পর্যায়ে পড়েছে। ভাঙ্গা ক্ষত বিক্ষত রাস্তা দিয়ে জীবনের ঝূঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করেন সাধারণ মানুষ। বেশির ভাগ রাস্তা ভেঙে পিচ উঠে গর্তের কারণে খানাখন্দে ভরা। রাস্তা দিয়ে রাতে চলাচল করতে খুবই কষ্ট হয়। তাই জরুরি ভিত্তিতে সিলেটের বিভিন্ন রাস্তা সংস্কারে প্রদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

তিনি গতকাল সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডের চরুগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের বন্ধ হওয়া রাস্তার সংস্কার কাজ পরিদর্শন কালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শামীম আহমদ, বিএনপির পাড়া কমিটির আহবায়ক মতছির আলী, সদস্য সচিব আফাজ উদ্দিন, সাহেবেরগাঁও পাড়া কমিটির আহবায়ক আবু তালিব, সদস্য সচিব আবুল হোসেন, শেখপাড়া পাড়া কমিটির আহবায়ক এডভোকেট রাজন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ-সভাপতি আবিদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ লিমন, সুজন আহমদ জয়, শ্রমিক দলের যুগ্ম আহবায়ক রাব্বি আহমদ রাজ, কাঁচা মিয়া, শফিক মিয়া, কুটু মিয়া, ফারুক হোসেন, ছালেন আহমদ, জুম্মান আহমদ, কালাম আহমদ, ইমন আহমদ, অন্তর, সোহেব, কামরান আহমদ, আলী আকবর, আবুল কাশেম, সাদিক আহমদ, আতিকুর রহমান, মানিক, পাবেল আহমদ, রাসেল আহমদ, কাওছার আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরো