বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা গোলাপগঞ্জ আওয়ামীলীগের ৩ নেতাকে নিম্ন আাদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-আব্দুল কাদির।
এসময় আাদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।