'আমার বাবার হত্যার বিচার চাই, আমি খুনিদের ফাঁসি চাই!—সোমবার (১২ মে) শিরিয়া বাসষ্টেন্ড সংলগ্ন মাঠি যুবলীগ নেতা লয়লুছ মিয়ার জানাজা ঘিরে কান্নায় ভেঙে পড়েন তার সন্তান। বাদ আছর জানাজায় অংশ নেয় হাজারো মানুষ।
লয়লুছ মিয়া শনিবার (১০ মে) বাস থামানো নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত হন। রোববার (১১ মে) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে, প্রতিপক্ষ বিএনপি নেতা ইউনুস আলীর বাড়িতে অগ্নিসংযোগ হয়।
এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে মামলা হয়নি। বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর।
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, স্থানীয়দের মধ্যে রয়ে গেছে আতঙ্ক ও ক্ষোভ।(ফলোআপ)
জানাজায় উত্তাল জনতা, সন্তান চাইলেন ফাঁসি
বালাগঞ্জে সংঘর্ষে যুবলীগ নেতার মৃত্যু, মামলা হয়নি এখনো
বালাগঞ্জ প্রতিনিধি
'আমার বাবার হত্যার বিচার চাই, আমি খুনিদের ফাঁসি চাই!—সোমবার (১২ মে) শিরিয়া বাসষ্টেন্ড সংলগ্ন মাঠি যুবলীগ নেতা লয়লুছ মিয়ার জানাজা ঘিরে কান্নায় ভেঙে পড়েন তার সন্তান। বাদ আছর জানাজায় অংশ নেয় হাজারো মানুষ।
লয়লুছ মিয়া শনিবার (১০ মে) বাস থামানো নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত হন।
রোববার (১১ মে) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে, প্রতিপক্ষ বিএনপি নেতা ইউনুস আলীর বাড়িতে অগ্নিসংযোগ হয়।
এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে মামলা হয়নি। বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর।
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, স্থানীয়দের মধ্যে রয়ে গেছে আতঙ্ক ও ক্ষোভ।